বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

0

বাঁশখালী প্রতিনিধি  :   বাঁশখালী উপজেলা আওয়ামলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামলীগের উদ্যোগে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে আলোচনা সভা মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুভাষ আচার্য্য, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন চৌধুরী খোকা, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, এমপি’র একান্ত সচিব ও যুবলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক তাজুল ইসলাম, এডভোকেট তোফাইল বিন হোসাইন, প্রণব দাশ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামলীগ নেতা কফিল উদ্দিন, সাদুর রশীদ, টুটুন চক্রবর্তী, আনোয়ারুল ইসলাম, হামিদ উল্লাহ, ইফতেখার হোসেন বাবু, ইমরুল হক চৌধুরী ফাহিম। যুবলীগ নেতা তাজুল ইসলামের সঞ্চালনে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রহমত উল্লাহ চৌধুরী, মৌলভী আক্তার, হোসেন, নুরুল আক্তার, বেদার উদ্দীন, নুর হোসেন, তপন দাশ গুপ্ত, নব নির্বাচিত কাউন্সিলর রোজিনা সুলতানা, নার্গিস আক্তার, দেলোয়ার হোসেন, আজগর হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিুর রহমান ১৯৭২ সালের ১০ই জানুয়ারী স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে এই দেশের গণতন্ত্রের বীজ অংকুরিত হয়। যে গণতন্ত্রের ধারা এখনো দেশে অব্যাহত রয়েছে। বক্তারা জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.