চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের স্মারকলিপি প্রদান

0

চট্টগ্রাম অফিস  :     ১০ জানুয়ারি চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ জনাব মো: খলিলুর রহমান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) কে চট্টগ্রাম কলেজে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতসহ কলেজ ক্যাম্পাসে দীর্ঘ তিন দশকের উগ্র মৌলবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীর চলমান সকল অপকর্ম ও নৈরাজ্য নির্মূলে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের উত্তাপনকৃত ৮দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারক লিপির মূল দাবি সমূহ হল: কলেজ ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি করন, মূল ফটক ব্যাতীত অন্যসকল গেইট বন্ধ করণ, ক্যাম্পাসের ভিতরে আবাসিক স্থাপনা অপসারণ, হোস্টেল সুপার ও ইমামদের অপসারণ, তিন দশক ধরে ছাত্র সংসদের হিসাব উপস্থাপন, ছাত্রাবাস ও ছাত্রীনিবাস স্থায়ীভাবে বন্ধকরণ, বিভিন্ন মামলার আসামী ছাত্রদের অবিলম্বে গ্রেফতার এবং চার্জশীটভূক্ত চিহ্নিত শিবির ক্যাডারদের ছাত্রত্ব বাতিল করণ। অনতিবিলম্বে দাবি সমূহ মেনে নিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে অবহিত করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও নগর ছাত্রলীগের সহ সভাপতি এম কায়সার উদ্দিন, নগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মোস্তফা কামাল ও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ওবায়দুল হক, মো: শাহ জাহান সম্রাট, মাহমুদুল করিম, কামরুজ্জামান কমল, জাবেদুল আলম জিতু, মো: বেলাল, তৌহিদ কামাল চৌধুরী, মনিরুল ইসলাম, মুক্তার হোসেন রাজু, আকলিমা আকতার প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.