মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ফুটবল খেলোয়াড়সহ নিহত ২০

0

আন্তর্জাতিক ডেস্ক : সড়ক দুর্ঘটনায় মেক্সিকোয় ২০ ফুটবলারের মৃত্যু হয়েছে। খেলোয়াড়দের বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

রবিবারে মেক্সিকোর পূর্বে ভেরাক্রজ রাজ্যের আতোইয়াক পৌর শহরের এ ঘটনায় আরো ২৫ আহত হয়েছেন। এই প্রতিবেদন লেখার সময় আহতদের অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। বাসচালক নিহত হয়েছেন কি না সেটাও অস্পষ্ট।97758_Bus1452482408

প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটি যাত্রীদের নিয়ে নির্ধারিত গতির চেয়েও অতিরিক্ত গতিতে ছুটছিল। আতোইয়াক ব্রিজে ওঠার পর এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি ব্রিজের বেস্টনি ভেঙ্গে নদীতে পড়ে যায়।

রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বাসটি আতোইয়াক নদীর মাঝখানে পড়ে গিয়েছিল। এ ঘটনায় ২০ মৃতদেহ ও ১০ আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, একটি ম্যাচে যোগ দিতে বাসটি খেলোয়াড়দের নিয়ে যাচ্ছিল। বাসটিতে সে সময় ৪৫ জন যাত্রী ছিল।

নিহত ২০ ফুটবলারের মধ্যে দেশটির জাতীয় দলের কোনো খেলোয়াড় নেই। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মেক্সিকান প্রেসিডেন্ট এনরিকে পেনা নিটো।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.