শরণার্থী ফেরত পাঠাচ্ছে জার্মানি

0

আন্তর্জাতিক ডেস্ক : জানুয়ারি মাসের থেকেই অতিরিক্ত শরণার্থীদের অস্ট্রিয়ায় ফেরত পাঠাচ্ছে জার্মানি। বিবিসি জানায়, অস্ট্রিয়ার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

সেদেশের পুলিশ আরো জানিয়েছে, শরণার্থীদের বেশির ভাগই বৈধ কাগজ দেখাতে পারেনি। অনেকেই জার্মানের জন্য নয় বরং অন্যান্য ইউরোপীয় দেশ বিশেষ করে স্কেনডিনভিয়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

এর আগে, নতুন বছর উদযাপনের সময় জার্মানির কোলন শহরে নারীদের ওপর আক্রমণের ঘটনায় অনেকেই শরণার্থীদের ওপর আঙ্গুল তুলছেন। এমনকি জার্মানিতে বিক্ষোভও চলছে। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল। তবে অস্ট্রিয়া ফেরত পাঠানো শরণার্থীরা আফগানিস্তান, মরোক্কো এবং আলজেরিয়ার নাগরিক বলে জানিয়েছে অস্ট্রিয়ার পুলিশ।

অস্ট্রিয়া ‍পুলিশের মুখপাত্র ডেভিট ফার্টনার বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, প্রতিদিন ফেরত আসা শরণার্থী সংখ্যা গত মাসে ৬০ জন ছিল। ওই সংখ্যা ছাড়িয়ে চলতি মাসের শুরুর দিকেই তা ২০০তে পৌঁছেছে।

২০১৫ সালে জার্মানিতে সব মিলিয়ে প্রায় ১১ লাখ শরণার্থী আশ্রয়ের জন্য প্রবেশ করে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.