১০ হাজার অক্ষরে পোস্ট লেখাযাবে টুইটারে

0

তথ্যপ্রযুক্তি ডেস্ক : টুইটার ব্যবহারকারীরা ১৪০ শব্দে তাদের মনের ভাব বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতেন। আর এ নিয়ে টুইটার ব্যবহারকারীদের মনে অক্ষেপ রয়েই যাচ্ছিল। এবার এই আক্ষেপ শেষ হতে চললো ।

টুইট লেখার ক্ষেত্রে অক্ষরের সীমা বাড়াতে যাচ্ছে মাইক্রোব্লগিং প্রতিষ্টানটি। মাইক্রোব্লগিং সেবাটিতে হয়তো ১০ হাজার অক্ষরে পোস্টও লেখা যাবে খুব শিগগিরই। টুইটারের ১০ হাজার অক্ষরের নতুন এই ফিচারের বদৌলতে ব্যবহারকারীরা প্রায় ১ হাজারের বেশি শব্দের টুইট পোস্ট করতে পারবেন বলে জানিয়েছে রয়টার্স। এক্ষেত্রে শব্দের মাঝে ফাঁকা জায়গা এবং বিরামচিহ্নও অক্ষর হিসেবে বিবেচনা করা হবে।

এ বছরের প্রথম প্রান্তিকের মধ্যেই ফিচারটি চালু করতে পারে টুইটার। তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঠিক করেনি প্রতিষ্ঠানটি। ১০ হাজার অক্ষরের কথা বলা হলেও, চূড়ান্ত সংস্করণ আসার আগে ওই অক্ষর সীমা পরিবর্তন করা হতে পারে বলে জানিয়েছে তারা।

১৪০টির বেশি অক্ষর রয়েছে এমন এক স্ক্রিনশট পোস্ট করেছেন টুইটার প্রধান জ্যাক ডরসি। সেখানে তিনি বলেন, টুইটারে মানুষকে আরো বেশি সুযোগ ও ক্ষমতা দিতে আমরা মোটেও সঙ্কোচবোধ করব না।

২০১৫ সালে টুইটারের গ্রাহক বৃদ্ধির হার ছিল সবচেয়ে ধীর গতির। এ বছর সাইটটির মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৩০ কোটি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.