যুদ্ধে আহত ইয়েমেনীয়দের চিকিৎসা সেবা দিচ্ছে সৌদি অারব

0

মোরশেদ রানা (সৌদিব্যুরো) :  সৌদি আরবে যুদ্ধে আহত ইয়েমেন নাগরিকদের উন্নত চিকিৎসা সেবাদিচ্ছে” কিং সালমান সেন্টার ফর রিলিফ এন্ড হিউম্যানিটেরিয়ান একশন” (KSCRHA)।
KSCRHA এর ১৩ টি হেলথ প্রোগ্রামের মাধ্যমে প্রায় ১ কোটি ইয়েমেনি নাগরিকদেরকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলে জানা যায়।

সম্প্রতি একটি রিপোর্ট এ বলাহয়,প্রায় ৮২৩ টন চিকিৎসা সামগ্রী সহ ঔষধ সরবরাহ করেছে KSCRHA। এতে সাড়ে ৫কোটি ডলারেরও বেশি অর্থ ব্যায় করেছে সৌদি সরকার। যুদ্ধে আহত ইয়েমেনি নাগরিকরাই  মূলত এই চিকিৎসা সেবা গ্রহণ করছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক ১২টি.সেচ্ছাসেবী সংগঠনকে সাথে নিয়ে সম্মিলিত ভাবে এই কার্যক্রম পরিচালনা করছে সৌদি আরব সরকার।এবং

এই ধারাবাহিকতায় আরো উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে রেড ক্রিসেন্ট ১.৩৩৩ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে সৌদিআরব।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.