মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে সৌদি না ছাড়লে শাস্তি

0

মোরশেদ রানা, সৌদিআরব: ভ্রমণ ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে সৌদি আরব ত্যাগ না করলে ভ্রমণকারীদের ছয় মাসের জেল ও ৫০ হাজার রিয়াল জরিমানা করবে সৌদি পাসপোর্ট অধিদপ্তর।

শুক্রবার (১৫ জানুয়ারি) সৌদি পাসপোর্ট অধিদপ্তরের বরাত দিয়ে স্থানীয় প্রভাবশালী একটি দৈনিক এ খবর জানিয়েছে।

খবরে আরও বলা হয়, সদ্য জারি করা আইনে শ্রম আইন ভঙ্গকারী অভিবাসী এবং সৌদি নাগরিক দুই পক্ষকেই এই শাস্তির মুখোমুখি হতে হবে এবং ভ্রমণকারীকে বিতাড়ন করা হবে।

উল্লেখ্য, গত কয়েক মাস যাবত মাত্র ২৫ রিয়ালের (৫১০ টাকা) বিনিময়ে দেশটিতে কর্মরত অভিবাসী শ্রমিকদের পরিবারের জন্য ভিজিট ভিসা ইস্যু করছে সৌদি সরকার। ইতোমধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশিরা তাদের পরিবারকে সৌদি আরবে নিয়ে গেছেন।

…………….জেএম

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.