১৮ জানুয়ারি থেকে ‘সিটিআইটি ২০১৬ মেলা’ শুরু

0

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ‘তথ্যপ্রযুক্তি শিক্ষা শিশুদের অধিকার’ স্লোগান সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটিতে ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘সিটিআইটি ২০১৬ মেলা’। সাত দিনের এ মেলা শেষ হবে ২৪ জানুয়ারি। প্রতিবারের মতো এবারও মেলায় থাকছে বিভিন্ন প্রযুক্তিপণ্যের ওপর মূল্যছাড়। এ ছাড়া রয়েছে শিশু চিত্রাঙ্কন, গেমিং, ডিজিটাল আলোকচিত্র, কুইজ প্রতিযোগিতার আয়োজন।

মেলাটি আয়োজনে সহযোগিতা করছে এইচপি, আসুস, এসার, লেনেভো, গিগাবাইট, ডেল, হিটাচি, আরমা গার্ডেন। সিটিআইটি ২০১৬-এর দর্শনার্থীদের জন্য রয়েছে জাদু ও এলিয়েন প্রদর্শনী দেখার সুযোগ।

শিশুদের জন্য ব্যবস্থা করা হয়েছে ভৌতিক সুড়ঙ্গে ঘোরার সুযোগ। এতে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার প্রবেশ টিকিটের দাম ১০ টাকা। শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে এতে প্রবেশের সুযোগ পাবে। প্রতিদিনের প্রবেশ টিকিটের ওপর রয়েছে র্যাফল ড্র।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.