ফি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ

0

শিক্ষাঙ্গণ, চট্রগ্রাম : বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ে (বাওয়া স্কুল) উন্নয়ন ফি’র নামে বর্ধিত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

শনিবার সকালে নগরীর চকবাজার থানাধীন স্কুলটির সামনে কয়েক’শ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা জড়ো হয়ে বিক্ষোভ করে।
বিক্ষোভে অংশ নেয়া অভিভাবক স্থানীয় বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন জানিয়েছেন, “স্কুল কর্তৃপক্ষ উন্নয়ন তহবিলের নামে নিয়মিত ভর্তি ফির সাথে এক হাজার টাকা বেশি আদায় করছে, এতে অভিভাবকরা বিক্ষুদ্ধ হয়েছেন।”

“স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং স্কুল ব্যবস্থাপনা কমিটির ইতোপূর্বের একজন সদস্য হিসেবে যতটুকু জানি স্কুলের তহবিলে পর্যাপ্ত টাকা আছে, এছাড়া সরকারের পক্ষ থেকেও পর্যাপ্ত বরাদ্দ পাওয়া গেছে, তারপরও কেন স্কুল কর্তৃপক্ষ বাড়তি টাকা আদায় করছে বুঝতে পারছিনা, উল্লেখ করেন তিনি।

অভিভাবকদের আন্দোলন যৌক্তিক উল্রেখ করে গিয়াস উদ্দিন আরো বলেন, “সরকারের ঘোষণা অনুযায়ী স্কুল ভর্তি ফি ৩৬’শ টাকা হওয়ার কথা, কিন্তু বাওয়া স্কুল কর্তৃপক্ষ সব শ্রেনীর শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করছে ৪৬’শ টাকা করে।”

স্কুলের নির্বাচিত কমিটি না থাকায় অভিভাবকদের মতামতের বিরুদ্ধে বর্ধিত ফি আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে হচ্ছে, একজন অভিভাবক হিসেবে অামি অবিলম্বে স্কুলটির কমিটি নির্বাচনের দাবি জানাচ্ছি, উল্লেখ করেন তিনি।

শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে ব্যস্ততম সিডিএ এভিনিউতে যান চলাচলে বিঘ্ন্ ঘটে। প্রায় এক ঘন্টা অবস্থানের পর বিক্ষোভকারীরা চলে গেলে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজ আহমদ জানিয়েছেন, “খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক দেখতে পেয়েছে।
সম্ভবত অল্প কিছুক্ষন বিক্ষোভ করে শিক্ষার্থী ও অভিভাবকরা চলে গেছে, উল্লেখ করেন ওসি চকবাজার থানা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.