বুরকিনায় হামলায় নিহত ২৮, বেশিরভাগই বিদেশী

0

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানীর একটি হোটেলে গতকালের সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮। ওই হামলায় ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

ওই জঙ্গি হামলায় নিহতদের স্মরণে তিন দিনের শোক পালন করা হচ্ছে বুরকিনা ফাসোতে। ইতিমধ্যে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা কঠোর করা হয়েছে। রবিবার বিবিসি অনলাইনের এক খবরে এসব তথ্য জানা গেছে।

বুরকিনা ফাসোর নিরাপত্তা মন্ত্রী জানিয়েছেন, নিহতরা ১৮টি দেশের নাগরিক। তাদের মধ্যে চারজন হামলাকারীও রয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জানান, ওই হামলায় তার দেশের ছয়জন নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া দুজন ফরাসি, দুজন সুইস এবং একজন ডাচ নাগরিকের পরিচয় জানা গেছে।

আল-কায়েদা ইন ইসলামিক মাগরেব নামের একটি জিহাদি গ্রুপ ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

শুক্রবার রাতে রাজধানী ওয়াগাদুগুর একটি হোটেলে সন্ত্রাসী হামলা হয়। হোটেলটি মূলত জাতিসংঘের কর্মকর্তা ও পশ্চিমা দেশগুলোর পর্যটকদের পছন্দের একটি জায়গা। স্প্লেনডিড নামের ওই হোটেলে বেশ কয়েকজন মুখোশ পরা বন্দুকধারী হঠাৎ ঢুকে পড়ে গুলি করতে শুরু করে। এর আগে হোটেলের সামনে গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

তারা পাশের কাপুচিনো নামের একটি ক্যাফেতেও হামলা চালায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.