সৌদিআরব স্টক মার্কেট ধস

0

মোরশেদ রানা, সিটিনিউজবিডি  :   সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের স্টক মার্কেটে ধস নেমেছে। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইরান নতুন উদ্যমে তেল উত্তোলন করে আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে পারবে। এমন খবরের পর গত শনিবার সৌদি আরবের স্টক মার্কেটে শতকরা সাত ভাগ দরপতন হয়েছে। যা গত পাঁচ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় ধরনের দরপতনের ঘটনা। ব্রেন্ট অয়েল প্রতি ব্যারেলের দাম ২৯ ডলারে নেমে আসার পর সৌদি স্টক মার্কেটে দরপতন ঘটে।
সৌদি আরব যখন বাজেট ঘাটতির কারণে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করছে তখন স্টক মার্কেটে এ ধসের ঘটনা ঘটলো। প্রতি ব্যারেল তেলের দাম ৪০ ডলার হিসাবে সৌদি আরবের বর্তমান বাজেট প্রণয়ন করা হয়েছে। সে কারণে যদি তেলের দাম বর্তমান অবস্থায় থাকে তাহলে দেশটিকে আরো বেশি ব্যয় সংকোচন করতে হবে যে কারণে দেশটিতে অর্থনৈতিক মন্দাও দেখা দিতে পারে বলে ধারনা বিশেষজ্ঞদের।
এদিকে, পারস্য উপসাগরীয় এলাকার আরো সাতটি দেশের স্টক মার্কেটে শনিবার ধস নামে বলে জানাযায়। অন্য দিকে ইরানের শেয়ার সূচক এক শতাংশ বেড়েছে। চলতি বছর শুরুর পর ইরানের শেয়ার সূচক এ পর্যন্ত শতকরা ৬ ভাগ বেড়েছে বলে জানাযায়।
সূত্র: রেডিও তেহরান

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.