জ্বালানি তেলের দাম আরো কমতে পারে

0

আন্তর্জাতিক ডেস্ক : ইরান তেলের বাজারে অবস্থান ফের পাকাপোক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটি দৈনিক ৫০ হাজার ব্যারেল তেল উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে, তেল রফতানিসহ বিভিন্ন খাতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ফলে বিপুল পরিমাণ তেল উৎপাদনের পথে এগোতে পারছে ইরান।

আর এমনটা বাস্তব হলে বিশ্ববাজারে তেলের দাম আরো কমতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তেলের বাজারে নিজেদের অংশীদারিত্ব ফিরে পেতে চায় ইরান, এই তথ্য দিয়েছে ইরানের উপ-তেলমন্ত্রী রোকনোদ্দিন জাভেদি। খবর আলজাজিরার।

রোকনোদ্দিন জাভেদি আরো জানিয়েছেন, তেলের বাজার ফিরে পেতে ইরান তার সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগ করবে। আর সেটা সম্ভব হলে ব্যারেলপ্রতি জ্বালানি তেলের বর্তমান বাজারদর ২৮ ডলার বা দুই হাজার ২৪০ টাকা থেকেও কমে যেতে পারে।

উল্লেখ্য, ২০১২ সালে বিশ্ব পরাশক্তিগুলোর (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি) অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আগে ইরান দৈনিক ২৩ লাখ ব্যারেল তেল রফতানি করত।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.