জিহাদি জনের মৃত্যুর খবর নিশ্চিত করল আইএস

0

আন্তর্জাতিক ডেস্ক : ‘জিহাদি জন’ বলে খ্যাত ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গি মোহাম্মাদ এমাওয়াজি গত বছর নভেম্বরে সিরিয়ার রাকায় মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার আইএসের ম্যাগাজিন ‘দাবিকের’ নতুন সংখ্যায় এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

আইএস প্রকাশিত বেশ কয়েকটি ভিডিওতে পশ্চিমা জিম্মিদের হত্যা করতে দেখা গেছে মুখোশধারী এমাওয়াজিকে। কালো পোশাকে আপাদমস্তক ঢাকা এমাওয়াজি ছিলেন ব্রিটিশ নাগরিক। ২০১৪ সালের আগস্টে মার্কিন সাংবাদিক জেমস ফলিকে হত্যার পর আলোচনায় আসেন তিনি।

‘দাবিকে’ বলা হয়, ‘১২ নভেম্বর রাকায় তার (জিহাদি জন) গাড়ি লক্ষ্য করে অজ্ঞাতনামা একটি ড্রোন হামলা চালায়। এতে তার গাড়িটি ধ্বংস হয় ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

প্রসঙ্গত, ওই সময় মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল বিমান হামলায় জিহাদি জনের মৃত্যুর বিষয়টি তারা ‘সংগত কারণে নিশ্চিত’।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.