গয়েশ্বরের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন

0

সিটিনিউজবিডি : শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে কটূক্তি করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মানহানির মামলার আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও মার্কেন্টাইল ব্যাংকের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মনিন্দ্র কুমার নাথ ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন।

সকাল ১১টা নাগাদ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালতে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। গত বছরের ২৫ ডিসেম্বর ঢাকায় দলের এক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র বলেন, তারা নির্বোধের মতো মারা গেল, আমাদের মতো নির্বোধরা প্রতিদিন শহীদ বুদ্ধিজীবী হিসেবে ফুল দেয়। না গেলে আবার পাপ হয়। ওনারা যদি এত বুদ্ধিমান হন, তাহলে ১৪ তারিখ পর্যন্ত তারা নিজের ঘরে থাকে কি করে, একটু বলেন তো।

তিনি আরো বলেন, যুদ্ধাপরাধীর বিচারটা করেছেন ভালো। এরা (বুদ্ধিজীবী) যে শেষদিন পর্যন্ত পাকিস্তান সরকারের বেতন-ভাতা খাইছে নির্বোধের মতো।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.