১৪শ বছরের পুরনো মঠ ধ্বংস করেছে আইএস

0

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে ১৪শ’ বছরের পুরনো খ্রিস্টান মঠ ধ্বংস করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।উপগ্রহ চিত্রে এই ধ্বংসাবশেষ দেখা যায়।

অনেক দিন ধরেই পুরার্কীতি এবং ঐতিহাসিক নিদর্শনগুলো ধ্বংস করতে ইরাক এবং সিরিয়ার বিভিন্ন এলাকায় ঐতিহাসিক ইমারত গুঁড়িয়ে দিতে শুরু করে আইএস। মসুল শহরের কাছে এই ক্রিস্টান মঠ ধ্বংস করা আইএস-এর সেই কর্মসূচিরই অঙ্গ।

মসুল শহর থেকে একটু দূরে যে এলাকায় খ্রিস্টান মঠটি ধ্বংস করা হয়েছে, সেখানে এখন আইএসের অবাধ চলাচল। ইরাকের সরকারের নিয়ন্ত্রণ সেখানে নেই। ইরাকি সেনারা সেখানে ঢুকতেও পারে না। ফলে প্রায় দেড় শতক পুরনো ঐতিহাসিক নিদর্শন যে ধ্বংস করে ফেলা হয়েছে সে খবর বাগদাদে পৌঁছয়নি এত দিন। উপগ্রহ চিত্রে এই ধ্বংসলীলা ধরা পড়ার পর ইরাক সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানায়।

তবে খুব সম্প্রতি ওই খ্রিস্টান মঠ ধ্বংস হয়নি। ২০১৪ সালের শেষ দিকে আইএস ওই মঠটি ধ্বংস করে বলে জানা গিয়েছে। ধ্বংসের ছবি সামনে আসার পর গোটা বিশ্ব এই বর্বরতার নিন্দা জানিয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.