ইরানের ওপর জাপানের নিষেধাজ্ঞা প্রত্যাহার

0

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাপান। ছয় জাতির সঙ্গে তেহরানের পরমাণু চুক্তির অংশ হিসেবে টোকিও এ পদক্ষেপ নিল। শুক্রবার ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয় জাপান।

প্রায় তিন দশক পর পারমাণবিক কর্মসূচি সীমিতকরণের শর্তে গত বছর জুলাইয়ে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর চুক্তি হয়। তেহরান চুক্তির শর্তগুলো পুরোপুরি মেনে চলছে বলে গত ১৬ জানুয়ারি নিশ্চিত করে জাতিসংঘের আনবিক শক্তি সংস্থা। এরপরই ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে শুরু করে পশ্চিমা দেশগুলি।

শুক্রবার সংবাদ সম্মেলনে চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা বলেন, ‘ইরানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক জোরদার এবং ঐতিহ্যগত বন্ধুত্বের সম্পর্ক হিসেবে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখতে চায় জাপান।’

পশ্চিমা অবরোধের কারণে বিশ্বের বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠানে ইরানের ১০ বিলিয়ন ডলার আটকা পড়ে আছে। অবরোধের প্রত্যাহারের ফলে এসব অর্থ এখন ছাড় করাতে পারবে দেশটি। জাপান অবরোধ প্রত্যাহার করায় দেশটির ব্যবসায়ীরা এখন ইরানের তেল ও গ্যাস খাতে বিনিয়োগ করতে পারবেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.