জাকির হোসেন রোডের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সিটি মেয়র

0

নিজস্ব প্রতিবেদক : জাইকা’র অর্থায়নে প্রায় ১৯ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয়ে ৫.৭৩ কি.মি. সড়ক উন্নয়ন কাজ শুভ উদ্বোধন করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

২২ জানুয়ারী ২০১৬ খ্রি. শুক্রবার সকালে জিইসি মোড়ে জাকির হোসেন সড়ক উন্নয়ন কাজের ফলক উম্মোচন ও মোনাজাতের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়।

উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ২০১৫-২০১৬ অর্থবছরে জাপানের জাইকা চট্টগ্রাম নগরীতে ১৮টি প্রকল্পের অধীনে প্রায় ১৮৭ কোটি টাকা উন্নয়ন কাজে সহায়তা দিচ্ছে। তিনি বলেন, জাইকা নগরবাসী’র উন্নয়নে সহযোগী। চট্টগ্রামে ওয়াসা, সিডিএ ও সিটি কর্পোরেশন এর মাধ্যমে জাইকা উন্নয়নে সহযোগিতা দিয়ে যাচ্ছে। যা প্রশংসনীয় উদ্যোগ।

মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নগরীতে উন্নয়নের মহোৎসব চলছে, ইতোমধ্যে সিটি কর্পোরেশন ৭০৩ টি প্রকল্পের দরপত্র আহবানের পর কার্যাদেশ দেয়া হয়েছে। তিনি বলেন, নগরীর সার্বিক উন্নয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চলতি অর্থবছরে ৫ থেকে ৬ শত কোটি টাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে।

তিনি নগরীর উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। ফলক উম্মোচনের পর সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন পায়ে হেঁটে জাকির হোসেন রোড ও জাকির হোসেন রোডের বাইলেইন নালা নির্মাণ এর উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর এ এফ কবির আহমেদ মানিক, মো. মোরশেদ আলম, মো. হোসেন হিরণ, মো. জহুরুল আলম জসিম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, জেসমিন পারভিন জেসি, মনোয়ারা বেগম মনি, তত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, জাইকা প্রতিনিধি প্রকৌশলী মো. মজিবুল হক, জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা বখতেয়ার উদ্দিন খান, ডা.তিমির বরণ চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা দিদারুল আলম, কেন্দ্রীয় ছাত্র নেতা আবদুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান তারেক সহ রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.