কানাডায় স্কুলে গুলিতে নিহত ৪

0

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার পশ্চিমাঞ্চলীয় সাসকাতচেবান প্রদেশের একটি স্কুলে শুক্রবার দুপুরে গুলিতে চারজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে।

পুলিশের বরাত দিয়ে শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন এক পুরুষ এখন তাদের জিম্মায় রয়েছে এবং লা লোচে কমিউনিটি স্কুলে গুলির এ ঘটনার পর বাচ্চাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এ ঘটনার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, স্কুলে যে ঘটনার অবতারণা হয়েছে তা ‘প্রত্যেক অভিভাবকের কাছেই সবচেয়ে বাজে দুঃস্বপ্ন’।

ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ছয়টির বেশি গুলির শব্দ শুনেছেন। গুলির পর লোকজন চিৎকার করছিল।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) জ্যেষ্ঠ কর্মকর্তা মরিন লেভি এক সংবাদ সম্মেলনে জানান, সন্দেহভাজন একজনকে তারা নিজেদের হেফাজতে নিয়েছেন এবং তার বন্দুকটি বাজেয়াপ্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘এটা সত্যিই একটি ট্রাজেডি। তবে এ মুহূর্তে জননিরাপত্তার কোনও ঝুঁকি নেই।’ তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানাননি তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.