নোমান-নাছির মনজুর আলমের নির্বাচনী গণসংযোগে

0

IMG_3490-300x186চট্টগ্রাম অফিস: ২০ দলীয় জোট সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম মঙ্গলবার সকালে ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন। গণসংযোগকালে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিনসহ ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ মনজুর আলমের সাথে ছিলেন। গনসংযোগকালে সদস্য সাবেক সফল মেয়র মোহাম্মদ মনজুর আলম এলাকার সর্বস্তরের জনসাধারনের সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং নববর্ষের চেতনায় উজ্জীবিত হয়ে স্বচ্ছ, দুর্নীতি-দলবাজিমুক্ত ও জনমূখি সিটি কর্পোরেশনের বিরাজমান ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে আগামী ২৮ এপ্রিল কমলালেবু মার্কায় ভোট দিয়ে জনগনের বিজয় নিশ্চিত করার আহবান জানান। তিনি বলেন, সস্তা জনপ্রিয়তার জন্য নয়, কর্পোরেশনের এ ভাবমূর্তি ও ইজ্জত রক্ষায় নগরবাসীর সুষম উন্নয়নে আমি আমার প্রিয় নগরবাসীর কাছে ওয়াদাবদ্ধ। এসময় স্থানীয় জনগন বিগত সময়কালে এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের জন্য মনজুর আলমের প্রতি কৃতজ্ঞতা জানান। মনজুর আলম জনগনের সাথে তাদের অভাব-অভিযোগ ও সমস্যার বিষয়ে কথা বলেন এবং নির্বাচিত হলে বাকী সমস্যাগুলো আগামীতে যথাযথ কর্ম পরিকল্পনার মাধ্যমে সমাধানের আশ^াস দেন। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ নোমান বলেছেন, আমরা যেখানেই যাচ্ছি আমাদের প্রার্থী মনজুর আলমের পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি। কারণ বিগত সাড়ে ৪ বছরে মনজুর আলম মেয়রের দায়িত্বপালনকালে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে দায়িত্ব পালন করেছেন। কর্পোরশনকে দুর্নীতি, টেন্ডারবাজি, দলবাজি আর সন্ত্রাসমুক্ত রেখেছেন। তাই তার পক্ষে গণ জোয়ার সৃস্টি হয়েছে। এতে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন সরকারী দলের প্রার্থী ও নেতা কর্মীরা। তাই বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারনায় সরকারী দলের সমর্থকরা সন্ত্রাসী হামলা চালাচ্ছে। সরকারী দলের প্রার্থীর কর্মী সমর্থকরা প্রকাশ্যে এসব হামলার ঘটনা ঘটালেও প্রশাসন এবং নির্বাচন কমিশন কার্যত: একেবারেই নিরব। এতে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে।তিনি বলেন, ভোট কেন্দ্রে যদি কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করার চেষ্টা করা হয় তাহলে জনগনকে সাথে নিয়ে জাতীয়তাবাদী শক্তি তা প্রতিরোধ করবে।বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা মীর মো. নাছির উদ্দিন বলেন, সিটি নির্বাচনে মনজুর আলমের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা কোন অপশক্তি রোধ করতে পারবেনা। তিনি আগামী ২৮ এপ্রিল কমলা লেবু প্রতীকে ভোট দিয়ে মনজুর আলমকে বিজয়ী করার আহবান জানান। নগরীর চৌমুহনী এলাকায় গনসংযোগকালে অনুষ্ঠিত এক পথ সভায় মেয়র প্রার্থী মনজুর আলম বলেন, গত সাড়ে ৪ বছরে প্রতিশ্রুতির সিংহভাগ বাস্তবায়ন করেছি। এবার নির্বাচিত হলে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করে চট্টগ্রাম মহানগরীকে একটি বিশ্বমানের শহরে পরিণত করা হবে। গণ সংযোগ কালে নগরীর ২৪ নং ওয়ার্ডের চৌমুহনী, উত্তর আগ্রাবাদ, চারিয়া পাড়া, মিস্ত্রী পাড়া,পান্না পাড়া, মুহুরি পাড়া, বল খেলার মাঠ, মিঞা বাড়ী,আসকারাবাদ এলাকায় স্থানীয় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দোয়া চান। এলাকার লোকজনও সাবেক মেয়র মনজুর আলমকে কাছে পেয়ে জড়িয়ে ধরে দোয়া করেন। এসব এলাকায় গণ সংযোগকালে ২০দলীয় জোট ও স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে কাজী আকবর, জাসাস নেতা আমিনুল ইসলাম, কাজী বেলাল, ইকবাল হোসেন, জেয়াবুল সর্দারম, মো ইসমাইল, মো. ফরিদ, এয়াকুব মিঞা, আবু মিঞা, মাহবুল আলম, খোরশেদ আলম, হাসান মুরাদ প্রমুখ

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.