পটিয়া আল মোবারক ক্রীড়া সংঘের জার্সি হস্তান্তর

0

চট্টগ্রাম অফিস , সিটিনিউজবিডি :  নতুন প্রজম্মকে দেশের ইতিহাস জানাতে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইনস্থ আল মোবারক ক্রীড়া সংঘ। ভাটিখাইন মাইটি সিক্সার্স অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে আল মোবারক ক্রীড়া সংঘের খেলোয়াদের জার্সি উম্মোচন করেছেন বাংলাদেশ স্পোটর্স জার্নালিস্ট এসোসিয়েশন (বিএসজেএ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক রুবেল খান ও সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের সহকারি সম্পাদক জুবায়ের সিদ্দিকী। দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের বাঙ্গালীর বিজয়ের ইতিহাস ফুটবল টুনামেন্টের এই জার্সিতে ফুটে উঠল। পটিয়া আল মোবারক ক্রীড়া সংঘের জার্সি হস্তান্তর

আল মোবারক ক্রীড়া সংঘের আনুষ্ঠানিক সঙ্গী হল চট্টগ্রামের অন্যতম বিজ্ঞাপনী প্রতিষ্ঠান এ্যাড মিডিয়া এন্ড প্রিন্টার্স ও আত্মচেতনা মানবিক উন্নয়ন সংস্থা। গতকাল দৈনিক আমার সংবাদ চট্টগ্রাম ব্যুরো অফিসে অনুষ্ঠানের মাধ্যমে “এ্যাডমিডিয়া” ব্র্যান্ড এর লোগো সংবলিত নতুন জার্সি উম্মোচন করা হয়েছে। এ সময় (বিএসজেএ) সাধারণ সম্পাদক রুবেল খান বলেন ব্যতিক্রমী জার্সি প্রশংসনীয়,আল মোবারক ক্রীড়া সংঘের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের বিশেষ সালগুলো নতুন প্রজম্ম ভালোভাবে জানাতে পারবে। এ জার্সির মাধ্যমে জানতে পারবে নতুন প্রজম্ম বাংলাদেশের ইতিহাস ঔপনিবেশিক শাসন থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে। জাসি উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের অথনীতির চট্টগ্রাম ব্যুরো প্রধান মো. শহীদুল ইসলাম, ctnewsbd.com এর নির্বাহী সম্পাদক ও প্রকাশক গোলাম সরওয়ার , দৈনিক আমার সংবাদের চট্টগ্রাম করেসপন্ডট এএইচএম কাউছার, আল মোবারক ক্রীড়া সংঘের উপদেষ্টা মোহাম্মদ নাছির ,ফারুখ হোসেইন, আমিনুল হক, সাজ্জাদ হোসেইন, ফয়সল হোসেইন, ইমরান বিন ইকবাল, সংগঠনের সভাপতি মোহাম্মদ কাউছার ও সাধারণ সম্পাদক ছাবেদ বিন আলী, সদস্য জুবায়ের, মাহামুদ, আজাদ, ইফতি, সাহস, হোসেইন, রাশেদ, আকাশ, জুয়েল, নয়ন, আলিফ প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.