সৌদিতে ধুমপানে ব্যয় হয় দিনে ৫ কোটি রিয়াল

0

মোরশেদ রানা : সৌদিআরবে ধুমপানে আসক্তির কারণে দিনে ৫ কোটি সৌদি রিয়াল যা বাংলাদেশি টাকার মুদ্রায় প্রায় ১০৫ কোটি টাকা খরচ করেন ধূমপান কারিরা।

গতকাল ২৫ জানুয়ারি স্থানিয়পত্রিকা আরব নিউজ সূত্রে জানাযায়, সৌদিতে ধূমপানের কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ মৃত্যু বরণ করে। দেশটির তামাকবিরোধী ও মাদক বিরোধী সংগঠনের প্রধান এই তথ্য জানিয়েছেন।

টোব্যাকো অ্যান্ড নারকোটিকস কমব্যাট সোসাইটির চেয়ারপারসন আবদুল্লাহ আল ওথাইম বলেছেন, ধূমপানের কারণে শুধু গত বছর ২৩ হাজার মানুষ মারা গেছেন।

সংগঠনটি সৌদিতে কাফা নামেও পরিচিত। গত রবিবার বাদশা আবদুল আজিজ সম্মেলন কেন্দ্রে কাফা অ্যাওয়্যারনেস ফোরামের দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠানের উদ্বোধন করেন আব্দুল্লাহ আল ওথাইম।

উদ্বোধনী বক্তব্যে আল ওথাইম বলেন, নেশার কারণে বছরের পর বছর পরিবার ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেশাগ্রস্তদের পুনর্বাসনে সম্প্রতি কাফা একটি বিশেষায়িত কেন্দ্র চালু করেছে। এই কেন্দ্রে বিশেষজ্ঞ ডাক্তার তাদের সেবা দান করেযাচ্ছেন।

সম্প্রতি কাফার এ ধরনের ছয়টি সেবাকেন্দ্র খোলা হয়েছে পবিত্র মক্কা নগরিতে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.