চাঁদপুরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ১৫

0

সিটিনিউজবিডি : বাংলাদেশের চাঁদপুরের কাছে একটি ট্রলারডুবির পর অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে। এদের মধ্যে পাঁচটি শিশু এবং দুজন নারী রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

চাঁদপুরের হাইমচর থানার ওসি ওয়ালিউল্লাহ অলি জানান, সকাল সোয়া ৯টার দিকে হাইমচরের কালিখোলা ঘাট থেকে ট্রলারটি ঈশাণখোলার দিকে রওনা হয়। এ সময় ট্রলারটিকে ৫৫ জন যাত্রী ছিল।

যাত্রীদের বরাত দিয়ে তিনি জানান, কিছু পরই নদীতে একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও, এখনো অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে পাঁচটি শিশু আর দুজন নারী রয়েছেন বলে তিনি জানান। তাদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.