আফগানিস্তানে অন্তর্ঘাতী হামলায় ১০ পুলিশ নিহত

0

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে পুলিশ আউটপোস্টে এক পুলিশ সদস্যের হামলায় তার ১০ সহকর্মী নিহত হয়েছেন। পরে সেখানে হামলা চালিয়ে তালেবান জঙ্গিরা অস্ত্র লুট করে নিয়ে গেছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) উরুজগান প্রদেশে চিনার্তো জেলার পুলিশ আউটপোস্টে এ হত্যা ও হামলার ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

উরুজগান পুলিশের উপ-প্রধান রহিমুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, হত্যাকারীকে ধরতে অভিযান শুরু হয়েছে।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র দস্ত মোহম্মদ নায়েব বলেছেন, আমাদের তদন্ত বলছে, হত্যাকারী পুলিশ সদস্য আসলে তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। জঙ্গিসংগঠনটির পরামর্শ অনুযায়ীই তিনি সহকর্মীদের হত্যা করেছেন।

হামলার পরপরই তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন, আমাদের যোদ্ধারা চিনার্তো পুলিশ আউটপোস্ট দখল করে নিয়েছে।

এ নিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো অন্তর্ঘাতী হামলার ঘটনা ঘটলো আফগানিস্তানে। এর আগে গত ১৭ জানুয়ারি উরুজগানে চার আফগান পুলিশের হামলায় তাদের নয় সহকর্মী নিহত হন। হামলাকারীরা তালেবান অনুপ্রবেশকারী বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.