মুড়ি বিক্রেতা থেকে কোটিপতি

0

জুবায়ের সিদ্দিকী: ফটিকছড়ির আবু আহমেদ জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ তৌকিরহাট এলাকার স্থায়ী বাসিন্দা। হুন্ডি ব্যবসার সূত্রে এখন সোনা চোরাচালানী। বাজারে একসময় মুড়ি বিক্রি করতেন আবু। রেয়াজউদ্দিন বাজারে হুন্ডি ব্যবসা ও সোনা চোরাচালানে জড়িয়ে অল্প সময়ে হয়ে যান কোটিপতি। নগরীর বেশ কিছু অভিজাত আবাসিক এলাকায় নির্মাণ করেন আলীশান ভবন। চলাফেরায় ব্যবহার করেন কোটি টাকা দামের গাড়ি। তার অর্থবিত্ত ও তথ্য পেয়ে গোয়েন্দারা অবাক হয়ে যান। এই আবুকে আটক করতে না পারলেও তার সিন্দুক ২টি থেকে পাওয়া গেছে বিপুল পরিমাণ স্বর্ণ ও টাকা।

অতি দরিদ্র পরিবারের সন্তান আবু দুবাই ও চট্রগ্রাম শহরে একটি শক্তিশালী সোনা চোরাচালানের সিন্ডিকেটের মূল নায়ক বলে জানা গেছে। শতকোটি টাকার মালিক আবু সোনা চোরাচালানের কার্যক্রম দীর্ঘদিন যাবত চালিয়ে যাচ্ছে। প্রাডো, এলিয়ন, প্রিমিও সহ একাধিক প্রাইভেট কার ও বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক হয়েছেন আবু। এখন গোয়েন্দারা এই আবু আহমেদকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.