শেরপুরে মাটি খুঁড়ে ২২ হাজার গোলাবারুদ উদ্ধার

0

সিটিনিউজবিডি : শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় সীমান্তের কাছাকাছি এলাকায় র‌্যাবের অভিযানে মাটি খুঁড়ে ২২ হাজারের বেশি গুলি উদ্ধারের খবর পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল থেকে উপজেলার বুড়ুঙ্গা এলাকায় অভিযান চালিয়ে গোলাবারুদ উদ্ধার শুরু করে র‍্যাব।

আজ সোমবার দুপুরে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল ওয়ারিশ জানান, র‌্যাব-৫-এর একটি দল সকাল ৮টার দিকে ভুরুঙ্গা কালাপানি এলাকায় ওই অভিযান শুরু করে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল ওয়ারিশ জানান, সকাল ১০টা থেকে উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আরো বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ এখান থেকে উদ্ধার হতে পারে। দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছে।

এ ছাড়া যে স্থানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে, ওই স্থানে সর্বসাধারণের প্রবেশ সীমিত করে দেওয়া হয়েছে। দুপুর পর্যন্ত এসএমজি ও এলএমজির ২২ হাজারের বেশি গুলি উদ্ধার করা হয়েছে। তবে এসব গুলি কারা সেখানে রেখেছে সে বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.