অস্কারের হ্যাটট্রিকে পঞ্চম রাউন্ডে চেলসি

0

খেলাধুলা : ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কারের হ্যাটট্রিকে এফএ কাপের পঞ্চম রাউন্ডে ওঠেছে চেলসি।

রোববার রাতে চতুর্থ রাউন্ডের খেলায় তারা ৫-১ গোলে হারায় এমকে ডনসকে।

একই রাউন্ডে গত মৌসুমে ব্রাডফোর্ড সিটির কাছে হেরে যায় চেলসি। তবে এবার আর দুর্বল কোনো দলের কাছে আটকা পড়েননি। ১৫ মিনিটে চেলসির হয়ে গোলের সূচনা করেন হ্যাটট্রিকম্যান অস্কার। ছয় মিনিটের ব্যবধানে ডি পটার ম্যাচে সমতা ফেরাতে সক্ষম হন। তাই কিছুটা শঙ্কা দেখা দেয় ব্লুজ শিবিরে।

তার হ্যাটট্রিক পূর্ণ হয় প্রথমার্ধেই। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পান ইডেন হ্যাজার্ড। পিএফএ ও ফুটবল রাইটার্স এ্যাওয়ার্ড প্রাপ্ত এই ফুটবলার ২৮তম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন। চেলসির হয়ে শেষ গোল করেন ত্রায়োর।

মরিনহোর বিদায়ের পর কস্তা নতুন কোচের অধীনে ষষ্ঠবারের মতো গোলের দেখা পেলেন। একইসঙ্গে হিডিঙ্কের অধীনে আট ম্যাচে অপরাজিত থাকল স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি। ২০০৯ সালের পর ডাচ এই কোচ আবারো পুরনো ক্লাবে দায়িত্ব নেন। মরিনহোর অধীনে গত বছর প্রিমিয়ার লিগ জিতলেও এবার রেলিগেশনের শঙ্কায় ছিল ব্লুজরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.