চন্দনাইশে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩ জন

0

সৈয়দ শিবলী ছাদেক কফিল:  ১ ফেব্রুয়ারি চন্দনাইশে এসএসসি, এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ১৩ জন পরীক্ষার্থী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-চট্টগ্রাম এর অধীনে এসএসসি পরীক্ষার প্রথম দিনে চন্দনাইশ-১ (গাছবাড়িয়া এন জি মাধ্যমিক বিদ্যালয়) কেন্দ্রে ৮৭৯ পরীক্ষার্থীর মধ্যে ১ জন, চন্দনাইশ-২ (ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়) কেন্দ্রে ৮৬৭ পরীক্ষার্থীর মধ্যে ২ জন, চন্দনাইশ-৩ (দোহাজারী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়) কেন্দ্রে ৪৯৩ পরীক্ষার্থীর মধ্যে ২ জন, চন্দনাইশ-৪ (সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়) কেন্দে ৪০৭ পরীক্ষার্থীর মধ্যে ৩ জন অনুপস্থিত ছিল। মাদরাসা বোর্ড-র অধীন দাখিল পরীক্ষায় চন্দনাইশ (জোয়ারা ইসলামিয়া ফাযিল মাদরাসা) কেন্দ্রে ৭৪৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৫জন। কারিগরি শিক্ষা বোর্ড-র অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় চন্দনাইশ (দোহাজারী বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল এন্ড কলেজ) কেন্দ্রে ৫৫জন পরীক্ষার্থীর সবাই উপস্থিত ছিল।

জানা যায়, পরীক্ষায় চন্দনাইশের ২৯টি উচ্চ বিদ্যালয়ের ২,৯১২ জন, ১৭টি মাদরাসার ৭৬২ জন ও ১টি কারিগরি স্কুলের ৫৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়াও আগামী কিছুদিন পর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-গাজীপুর এর অধীনে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় প্রতিবেশী উপজেলার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রায় শতাধিক অংশ নেবে বলে জানা যায়।

গাছবাড়িয়া এন জি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫০ জন, চন্দনাইশ সদর ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয় (কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়সহ) কেন্দ্রে ৪২ জন, দোহাজারী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৬ জন, সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২২ জন, জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৩৫ জন ও দোহাজারী বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১০জন পর্যবেক্ষক, প্রতি কেন্দ্রে ১ জন কেন্দ্র সচিব/ ভারপ্রাপ্ত কর্মকর্তা, ১ জন সহকারি কেন্দ্র সচিব, প্রতি ভেন্যু- ১ জন হলসুপার এবং উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে একটি মোবাইল টিমও দায়িত্ব পালন করবেন। এছাড়াও প্রশাসন সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.