শিশু কন্যাকে হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

0

চট্টগ্রাম: সতীনের ছয় বছরের শিশু কন্যাকে হত্যার দায়ে সৎ মাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো.নূরুল ইসলাম মানিক এ রায় দিয়েছেন।

দণ্ডিত স‍ৎ মা রীমা বর্তমানে হাজতে আছেন। তিনি নগরীর কোতয়ালি থানার এনায়েত বাজার বাটালি রোডের বাসিন্দা মো.শাহজাহানের দ্বিতীয় স্ত্রী। সংশ্লিষ্ট আদালতের কর্মকর্তা দেবাশীষ চৌধুরী রায়ের বিষয়টি জানিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, শাহাজাহ‍ানের প্রথম স্ত্রী রীমা আক্তার গার্মেন্টস কর্মী ছিলেন। তার দুই মেয়ে ছিল। ২০০৯ সালের ১৮ আগস্ট রীমা আক্তার অফিসে যাবার পর তার ছোট মেয়ে ফাতেমাকে (৬) কৌশলে একটি কক্ষে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে সৎ মা রীমা। এ ঘটনায় পুলিশ রীমাকে আটক করে।

২০০৯ সালের ১৯ আগস্ট রীমা আক্তার বাদি হয়ে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। ২০১০ সালের ৩০ মে পুলিশ তদন্ত করে রীমার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১১ সালের ১৯ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

মোট ১৩ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.