ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

0

সিটিনিউজবিডি : কুমিল্লার চান্দিনায় গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। উপজেলার রানীচর গ্রামের ব্রিজ সংলগ্ন সড়কে বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতির সময় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রুবেল (২৫) নামে একজনের নাম-পরিচয় জানা গেছে। তিনি জেলার দেবিদ্বার উপজেলার তেবারিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। অপরজনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ জনান, রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রানীচর মাদ্রাসা সংলগ্ন ব্রিজ এলাকায় বিভিন্ন যানবাহনে ডাকাতির সময় স্থানীয়রা ডাকাতদের ধাওয়া করে। এক পর্যায়ে তিনজনকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই দু’জন মারা যান।
তিনি জানান, এ সময় আহত হন চান্দিনার বেলাশহর গ্রামের সেলিম মিয়ার ছেলে নাইম (২৮)।

তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.