কলম্বিয়ায় জিকা ভাইরাসে ৩ জনের মৃত্যু

0

আন্তর্জাতিক : কলম্বিয়ায় জিকা ভাইরাসে আক্রান্ত হয়ে অস্বাভাবিকতার কারণে তিনজনের মৃত্যু হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী আলেজান্দ্রো গাভিরিয়া জানিয়েছেন, জিকা ভাইরাস সম্পর্কিত গুলেন-বেরি ব্যাধিতেই তিনজনের মৃত্যু হয়েছে।

ব্রাজিলে মশাবাহিত জিকা ভাইরাসে হাজার হাজার শিশু ছোট মাথা নিয়ে জন্মাচ্ছে। একে মাইক্রোসেফেলি রোগ বলে। এতে শিশুর মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের স্বাভাবিক বৃদ্ধি ব্যহত হয়।

কলম্বিয়ার ন্যাশনাল হেলথ ইন্সটিটিউট মার্থা লুসিয়া অসপিনা বলেছেন, ‘জিকা ভাইরাসের কারণে তিনজনের মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। এই কেসের ক্ষেত্রে তিনজনই মৃত্যুর পূর্বে গুলেন বেরি রোগে আক্রান্ত হয়েছিলেন।’

গুলেন বেরি একটি বিরল রোগ। এতে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। ওই তিন ব্যক্তি ছাড়াও দেশটিতে আরো ছয় জনের মৃত্যু হয়েছে। এদের মৃত্যুও জিকা ভাইরাসের কারণে হয়েছে কি না সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.