টুইটার অ্যাকাউন্ট বন্ধ

0

তথ্যপ্রযুক্তি : সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার সন্দেহে গতবছর ১ লাখ ২৫ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম টুইটার।

টুইটার কর্তৃপক্ষ বলছে, সন্ত্রাসী কার্যক্রমের হুমকি কিংবা সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগে এসব অ্যাকাউন্ট ২০১৫ সালের মাঝামাঝি সময় থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানটি বলছে,  এসব অ্যাকাউন্টের বেশিরভাগই তথাকথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সাথে জড়িত বলে সন্দেহ করছে তারা।

বিশ্বজুড়ে পঞ্চাশ কোটির বেশি মানুষ সামাজিক মাধ্যম টুইটার ব্যবহার করছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.