চট্টগ্রাম নগরীতে কাগতিয়া কামিল মাদ্রাসার ক্লাস শুরু

0

চট্টগ্রাম :    দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে চট্টগ্রাম নগরীর বায়েজিদ গাউছুল আজম সিটিস্থ কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্সের সবুজঘেরা বিশাল এলাকা জুড়ে গাউছুল আজম মাদ্দাজিল্লুহুল আলী কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কাগতিয়া কামিল এম.এ. মাদ্রাসার চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসে বিভিন্ন শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আনুষ্ঠানিকভাবে শুরু হল। এ উপলক্ষে আজ ৬ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় বায়েজিদস্থ মাদ্রাসার মহানগর ক্যাম্পাসের শিক্ষার্থী মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে মোস্তফা (দঃ) পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নাজিরহাট ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। সভাপতির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া বলেন, আজ ক্লাস শুরুর মাধ্যমে বহুল প্রতিক্ষিত কাগতিয়া কামিল এম.এ. মাদ্রাসার চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসের যাত্রা শুরু হল। এ ক্যাম্পাসে নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে তাদের মেধা, শ্রম ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষার্থীদেরকে একাডেমিক পাঠদানের পাশাপাশি উন্নত নৈতিক শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে নিবেদিত হতে হবে। শিক্ষকদেরকে কাগতিয়া মাদ্রাসার ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে সচেতন হতে হবে। সাথে সাথে অভিভাবকগণ যদি তাদের সুচিন্তিত পরামর্শ দানের মাধ্যমে শিক্ষকদের সহযোগিতা করেন তাহলে আমাদের বিশ্বাস আপনার সে সন্তানকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও যুগোপযুগী শিক্ষায় আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে আমরা সক্ষম হব। পরে শিক্ষার্থীদের হাতে মাদ্রাসার পক্ষ থেকে বিনামূল্যে বই, খাতা ও কলম তুলে দেয়া হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.