ছেলের কোটি রুপির চাকরি, শুনে হতবাক পরিবার

0

তথ্যপ্রযুক্তি : নুন আনতে পান্তা ফুরোয় এমন এক হতদরিদ্র পরিবারে বেড়ে উঠেছেন তিনি। কষ্টেসৃষ্টে পড়াশুনা করেছেন। তারপর পাঁচ স্তরের নির্বাচন প্রক্রিয়ার বেড়া টপকে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের চাকরি ভাগিয়েছেন। কাজ করবেন আমেরিকায়, মাইনে ১.০২ কোটি রুপি! এই খবর নিঃসন্দেহে আনন্দের। কিন্তু এই আনন্দটা করতে পারেননি বাৎসল্য সিংহ চৌহানের বাড়ির লোকজন। কারণ, তারা ছেলের ১.০২ কোটি রুপির চাকরির খবরটাই বিশ্বাস করেননি শুরুতে!

বিহারের খাগারিয়ার বাসিন্দা বাৎসল্যের বাবা চন্দ্রকান্ত চৌহান জানিয়েছেন এসব কথা। তিনি জানান, প্রথমে বিশ্বাস করতেই পারেননি যে, বাৎসল্য এত টাকা মাইনের চাকরি পেয়েছে। তাই ছেলের সাফল্যকে হৃদয়ঙ্গম করতে বেশ খানিকটা সময় লেগে গিয়েছিল তার।

ভাগ্যগুণে মাইক্রোসফটে চাকরি ভাগাননি বাৎসল্য, এনডিটিভিকে দেয়া এক সাক্ষাতকারে সেটাই জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, তার তেমন কোনও বিরাট প্রত্যাশা ছিল না। রেজাল্টের ভিত্তিতেই সাক্ষাতকার বোর্ডের কর্তারা তাকে পছন্দ করেন।

বাৎসল্যর কথা অনুযায়ী, ক্লাস টেন পাস করার সময়ে তিনি জানতেনই না ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি বা আইআইটি কোথায়। ২০০৯ সালে আইআইটির প্রবেশিকা পরীক্ষায় বাৎসল্যের রেজাল্ট তেমন ভাল হয়নি। রাজস্থানের কোটায় তিনি ভর্তি হন। সেখানেই তিনি নজরে কাড়েন শিক্ষকদের। তার দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন শিক্ষকরা।

বাৎসল্যের বাবা জানান, ওই শিক্ষকদের পৃষ্ঠপোষকতা ছাড়া বাৎসল্যের সাফল্য লাভ সম্ভব হত না।

নিজের অতীতকে ভুলে যেতে চান না বাৎসল্য। খাগারিয়ায় পিছিয়ে থাকা ছাত্রদের জন্য একটা স্কুল খুলতে চান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.