উত্তর কোরিয়া রকেট পরীক্ষায় জাতিসংঘের নিন্দা

0

আন্তর্জাতিক ডেস্ক, সিটিনিউজবিডিঃ উত্তর কোরিয়ার দূরপাল্লার রকেট পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জরুরি বৈঠকের পর পরিষদ জানায়, তারা শিগগিরই দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে। উত্তর কোরিয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ সোমবার বিবিসি জানিয়েছে, মহাকাশের কক্ষপথে উপগ্রহ স্থাপনের জন্য তারা রকেট নিক্ষেপ করেছে। তবে সমালোচকদের ধারণা, আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি পরীক্ষাই দেশটির আসল উদ্দেশ্য।

গতকাল রোববার উত্তর কোরিয়া রকেট উৎক্ষেপণ করে। এর আগে দেশটি চতুর্থবারের মতো পরমাণু পরীক্ষা চালায়।

রুদ্ধদ্বার বৈঠকের পর নিরাপত্তা পরিষদ জানিয়েছে, উত্তর কোরিয়া চরম আইন লঙ্ঘন করেছে। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার জানান, পিয়ংইয়ংয়ের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিশ্চিত করবে ওয়াশিংটন। তিনি বলেন, ‘আমরা কড়া পদক্ষেপ নেব।’ একই কথা বলেন জাতিসংঘে জাপানের দূত মোতোহিদে ইয়োশিকাওয়া। তিনি বলেন, ‘বিদ্যমান নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখা যায়নি।’ নতুন নিষেধাজ্ঞা আরো জোরদার হবে বলে তিনি জানান।

দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের এ বৈঠক ডাকা হয়েছিল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.