বোয়ালখালীতে সেতু নির্মাণের কাজ স্থগিত

0

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম উপজেলার বোয়ালখালীর আরকান সড়কের পাশে খাল ও সওজের জায়গা দখল করে সেতু নির্মাণের অভিযোগে এন মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের সেতু নির্মাণ কাজ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পাশাপাশি উপজেলার গোমদণ্ডী ফুলতলে ইউএইচপি লিভিং লিমিটেডকে অবৈধ দখলকৃত জায়গা দুইদিনের মধ্যে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুর ১২টায় বোয়ালখালীতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) দেওয়ান মো. তাজুল ইসলাম। অভিযান শেষ হয় বিকেল তিনটায়।

তিনি জানান, অবৈধভাবে সরকারি জায়গা দখলকারীদের দুইদিনের মধ্যে তাদের স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এন মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজকে সেতু নির্মাণ স্থগিত রাখা ও ইউএইচপিকে সীমানা নির্ধারণ করে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে।

এছাড়া গোমদণ্ডী ফুল এলাকায় সওজের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ৭টি দোকান উচ্ছেদ ও সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাকি দোকানদারদের দুইদিনের সময় বেধে দেয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.