ঢাকায় নামতে পারেনি কুয়েত থেকে আসা ফ্লাইট

0

চট্টগ্রাম অফিস : ঢাকায় ঘন কুয়াশার কারণে কুয়েত থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টায় ফ্লাইটটি (বিজি-০৪৪) শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির জানান, গত (শুক্রবার) রাতে তিনটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রামে অবতরণ করেছে। আজ (শনিবার) ভোরে একটি চট্টগ্রামে অবতরণ করেছে।

এর আগে শুক্রবার রাত ১২টার পর মালয়েশিয়ার কুয়ালালামপুর ও নেপালের কাঠমান্ডু থেকে আসা তিনটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।

রিজেন্ট এয়ারওয়েজের কুয়ালালামপুর থেকে আসা একটি ফ্লাইট রাত ১২টা ৬ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। এরপর রাত ১২টা ১১ মিনিটে কাঠমান্ডু থেকে এবং ১২টা ২৯ মিনিটে কুয়ালালামপুর থেকে আসা মালিন্দ এয়ারের দুটি ফ্লাইট নামে।

অবশ্য ভোর হওয়ার আগেই ফ্লাইট তিনটি ঢাকায় পৌঁছেছে বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.