চট্টগ্রামের শিল্পকলায় বসন্ত উৎসব

0

চট্টগ্রাম অফিস : সন্ত্রাসী হামলা শুভবোধের মানুষরা যদি এগিয়ে আসে, তাহলে সন্ত্রাসবাদ পালিয়ে যাবে।

আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) নগরীর শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে এভাবেই ঋতুরাজ বসন্তকে স্বাগত জানায় বসন্ত উৎসবে আগত অতিথিরা। সকাল ১০টায় বেলুন উড়িয়ে বসন্ত উৎসবের উদ্বোধন করেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। এসময় ঢোলবাদনের তালে উৎসবমুখর হয়ে ওঠে পুরো শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের চট্টগ্রামের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হক, প্রাইম ডিস্ট্রিবিউশন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আলম মামুন। প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল।

উদ্বোধনী বক্তব্যে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, তরুণরা সব সমস্যার সমাধান করে পৃথিবীকে এগিয়ে নিবে। আমরা সুস্থ সুন্দর পৃথিবী চাই। নিষ্কুলষ চরিত্রের অধিকারীরা পৃথিবীকে সুন্দর করবে।

সভাপতির বক্তব্যে প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান বলেন, ভাল মানুষ এগিয়ে আসলে অশুভ সাম্প্রদায়িক শক্তি সবসময় পরাজিত হয়েছে। আমাদের শেষ কথা মানুষ। সবচেয়ে বড় উচ্চারণ মানুষ।

চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতাটি আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী রাশেদ হাসান। এছাড়া চলছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে আরও রয়েছে বসন্তের গান, কথামালা, নৃত্য, আবৃত্তি, কবিতাপাঠ, যন্ত্রসংগীত সহ নানা আয়োজন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.