সেই বায়ার্নের সামনেই বার্সা

0

দুই বছর আগে হেইঙ্কেসের বায়ার্ন মিউনিখের কাছে অসহায়ের মতো আত্দসমর্পণ করেছিল বার্সেলোনা। সেবার অবশ্য টিটো ভিলানোভাকে হারিয়ে দিশাহারা ছিল পুরো দলটি। দুই বছর আগে দুই লেগে ৭-০ গোলের পরাজয়ের দুঃসহ স্মৃতি এখনো নিশ্চয়ই দগদগে ক্ষত হয়ে আছে মেসিদের হৃদয়ে। সেই ভয়ঙ্কর দুঃস্বপ্নই আরও একবার ফিরে এসেছে মেসিদের জীবনে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে আরও একবার মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ। গতকাল প্যারিসে এক অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা ইউরোপা লিগ সেমিফাইনালের ড্র। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের। ড্রয়ের এ ফরম্যাট একটা সম্ভাবনাও জাগিয়ে তুলছে ভক্তদের মনে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রথম ‘এল ক্ল্যাসিকো’!

ফিলিপ লাম দারুণ খুশি। বার্সেলোনাকে বায়ার্ন মিউনিখ সহজেই হারাতে পারবে বলে মনে করেন তিনি। লাম টি জেডের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে বার্সেলোনাকে হারানোই সবচেয়ে সহজ হবে।’ বায়ার্ন মিউনিখ পর্তুগিজ ক্লাব পোর্তোকে ৭-৪ গোলে উড়িয়ে সেমিফাইনালে এসেছে। অন্যদিকে বার্সেলোনা ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনকে। দুটো দলই নিজেদের শক্তিমত্তার খবর জানে। তবে বর্তমান পরিস্থিতিতে বার্সেলোনা আর বায়ার্ন মিউনিখ সত্যিই ভয়ঙ্করতম দল ইউরোপিয়ান ফুটবলে।

এ ড্রয়ে অবশ্য লিওনেল মেসি কিংবা লুইস এনরিকের খুব বেশি খুশি হওয়ার কিছু নেই। তাদের মুখোমুখি হতে হবে পুরনো গুরুর। বলতে গেলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গুরু-শিষ্যের লড়াই দেখা যাবে। পেপ গার্ডিওলা দীর্ঘদিন বার্সেলোনায় আসেন না। তাকে এবার আসতে হবে। আবারও ন্যু-ক্যাম্পের দর্শকরা ডাগআউটে দেখতে পাবে তাদের প্রিয় কোচকে। তবে এবার পরম বন্ধু নয়, চরম প্রতিপক্ষ হিসেবে! বায়ার্ন মিউনিখ অবশ্য বার্সেলোনার কাছে অজেয় দল নয়। ২০০৮-০৯ মৌসুমেই তো বার্সেলোনা ৫-১ ব্যবধানে বায়ার্ন মিউনিখকে হারিয়েছিল কোয়ার্টার ফাইনালে। সেবার ফাইনালে ম্যানইউকে হারিয়ে কাতালানরা জয় করেছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও। এতদিনকার চেনা বায়ার্ন মিউনিখ কিংবা বার্সেলোনা কোনোটাই আর পুরনো রূপে নেই। একদিকে পেপ গার্ডিওলা বদলে দিয়েছেন বায়ার্নকে, অন্যদিকে লুইস এনরিকে বার্সেলোনাকে পথ দেখাচ্ছেন সফলতার নতুন উচ্চতায় পৌঁছানোর। সব মিলিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে দারুণ এক লড়াই দেখতে পাচ্ছেন ভক্তরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.