নগরীতে ৭ লক্ষ টাকার চোরাই কাঠ আটক

0

চট্টগ্রাম: মহানগরীর পাঁচলাইশ থানার শুলকবহর নামক এলাকা থেকে ৭ লক্ষাধিক টাকা মূল্যের চোরাই কাঠ বোঝাই একটি কাভার্টভ্যান আটক করেছে বন বিভাগ। রবিবার চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তা জগলুল হোসেনের নির্দেশে শহর রেঞ্জ কর্মকর্তা সৈয়দ মাহমুদুল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে এই কাঠ বোঝাই কাভার্টভ্যান আটক করা হয়।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তা জগলুল হোসেন জানান, চট্টগ্রাম মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধ কাঠ পাচার প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানের আওতায় ভোররাত ৪টার দিতে নগরীর শুলকবহর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী একটি কাভার্টভ্যান (নং চট্টমেট্রো-ক-১১-৮০৫৮) আটক করে তল্লাশি চালালে সেখানে প্রায় সাড়ে ৩শ’ ঘনফুট অবৈধ সেগুন গোলকাঠ পাওয়া যায়।

পরে বনকর্মীরা অবৈধ কাঠসহ কাভার্টভ্যানটি আটক করে চট্টগ্রাম উত্তর বন বিভাগের হেফাজতে জব্দ করে। অভিযানে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বনকর্মী মোহাম্মদ জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলমসহ অন্য সদস্যরা অংশ নেন। কাভার্টভ্যান বোঝাই সেগুন কাঠ আটকের ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অবৈধ কাঠ পাচার প্রতিরোধে চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে বিভাগীয় বন কর্মকর্তা জগলুল হোসেন জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.