মাহফুজ আনামের বিরুদ্ধে ২০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

0

সিটিনিউজবিডি : ইংরেজি দৈনিক ডেইলি স্টার প্রতিকার সমপাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ২০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা হয়েছে। সামবার দুপুরে নীলফামারী জ্যেষ্ঠ বিচারিক আদালতে মামলাটি দায়ের করেন ডোমার উপজেলা আওযামী লীগের সদস্য ও গোমনাতি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল হামিদ।

আদালতের বিচারক সামিউল ইসলাম মামলাটি আমলে নিয়ে আগামী ৪ এপ্রিলের মধ্যে তদন্ত করে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়ার জন্য ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন ফারুকী ও অ্যাডভোকেট কামরুজ্জামান শাসন বলেছেন, মামলায় বাদী দুই কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.