দেশের বিভিন্ন স্থানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

0
ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়েছে। আজ শনিবার বেলা সোয়া ১২ টার দিকে এ ভূমিকম্প শুরু হয়। প্রায় মিনিট খানেক স্থায়ী থাকে সে কম্পন। ইউএস জিএসের তথ্য বলছে ভূমিকম্পের মাত্রা ছিলো ৭.৪। দেশের সকল জেলা থেকে ভূমিকম্পের খবর আসছে। অনেকেই বাসাবাড়ি থেকে বের হয়ে বাইরে অবস্থান নেন।

রাজধানীর তেজগাঁওয়ে একটি বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে। এর উৎপত্তিস্থল ছিলো উত্তর পূর্ব ভারত। ভূমিকম্প একযোগে কাঁপিয়েছে ভারত-নেপাল ও বাংলাদেশকে। আমাদের ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, আজ বেলা সোয়া ১২টা দিকে জেলার প্রায় সব এলাকায় জলকম্প অনুভূত হয়েছে। এটি শুরু হওয়ায় পর এক মিনিট ধরে চলেছিলো।

আমাদের পঞ্চগড় প্রতিনিধি জানিয়েছেন, আজ বেলা ১২ টা ১৫ মিনিটের দিকে প্রায় ১ মিনিট ধরে ভূমিকম্প অনুভূত হয়েছে। আমাদের চাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, আজ বেলা সোয়া ১২টা দিকে জেলার প্রায় সব এলাকায় জলকম্প অনুভূত হয়েছে। এটি শুরু হওয়ায় পর এক মিনিট ধরে চলেছিলো।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.