চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র ১জন ও কাউন্সিলর ৫০জন

0

বশির আল মামুন,চকরিয়া :  চকরিয়া পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনার পর গতকাল সোমবার মেয়র পদে একজন ও কাউন্সিলর পদে ৫০জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ নিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ নুরুল আবছার। তাঁর ছেলে নুরুল মোক্তাদির লিটন মনোনয়নপত্রটি সংগ্রহ করেন।
চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর সুত্রে জানা গেছে, পৌর নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে জশনে আরা বুলবুল, শিরিন আকতার, বর্তমান কাউন্সিলর রাশেদা বেগম, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে জেসমিন হক জেসি, নিগার উম্মে সালমা, নাসরিন ফেরদৌসি রিনা, জেবুন্নেছা বেগম, কামরুন্নাহার, সাইদা ইয়াসমিন, বর্তমান কাউন্সিলর রেহেনা খানম এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে সজরুন নাহার, হাসনা খানম, বর্তমান কাউন্সিলর আনজুমান আরা বেগম।
অপরদিকে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র নিয়েছেন ১ নম্বর ওয়ার্ডে যুবলীগ নেতা এম.নুরুস শফি, ২ নম্বর ওয়ার্ডে সাংবাদিক মিজবাউল হক, রফিকুল হক, ৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বশিরুল আইয়ুব, আশেকুর রহমান মামুন, মো. সফি ফকির, জসিম উদ্দিন আহমদ, ৪ নম্বর ওয়ার্ডে তপন কান্তি সুশীল, জাফর আলম, ফরিদুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডে মো. জাফর আলম, ফোরকানুল ইসলাম তিতু, নুরুল হাকিম, ফোরকানুল ইসলাম, জালাল উদ্দিন, সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, মুবিনুল হক, শহিদুল আলম, বেলাল উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডে জিয়াবুল হক, জয়নাল আবেদিন, জালাল উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডে নুরুল আমিন, আনোয়ার হোসেন, গোলাম কাদের, ৮ নম্বর ওয়ার্ডে সালাহ উদ্দিন, মুজিবুল হক, মো. জয়নাল, আমির হোসেন জুয়েল, ৯ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির, ফরিদুল আলম, নজরুল ইসলাম, মো. সেলিম, জাকের আলম, আমির হোছাইন, হাসান উল্লাহ কাইছার।
চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারি রির্টানিং কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, চকরিয়া পৌর নির্বাচনে আগ্রহী প্রার্থীরা ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। সোমবার পর্যন্ত মেয়র পদে একজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে অপরদিকে সোমবার বিকেলে চকরিয়া পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দিন উপজেলা নির্বাচন কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। ওইসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম.জাহেদ চৌধুরী, রফিক আহমদ, বশির আল মামুন, এসএম হানিফ, এম.জিয়াবুল হক, জিয়াউদ্দিন ফারুক, এম রায়হান চৌধুরী, এম.আলী হোসেন ও এসএম হান্নান শাহ প্রমুখ

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.