ওল্ড প্লাসিডিয়ান্স এসোসিয়েশনের বার্ষিক নির্বাচন সম্পন্ন

0

নিজস্ব প্রতিবেদক : সেন্ট প্লাসিড্স হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড প্লাসিডিয়ান্স এসোসিয়েশন (ওপিএ) এর ২৬তম বার্ষিক সাধারন সভা সম্প্রতি সেন্ট প্লাসিড্স হাই স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট ওপিএন মোহাম্মদ ইয়াকুব।এতে সংগঠনের লাইফ মেম্বাররা উপস্থিত ছিলেন। সভা শেষে ২০১৬ সালের জন্য এক্সিকিউটিভ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ২০১৬ সালের জন্যওপিএন মোহাম্মদ ইয়াকুব প্রেসিডেন্ট, ওপিএন মোহাম্মদ ইয়াসিন চৌধুরী ১ম ভাইস প্রেসিডেন্ট, ব্রাদার প্রদীপ লুইস রোজারিও ২য় ভাইস প্রেসিডেন্ট,ওপিএন গিয়াস উদ্দিন জাবিন জেনারেল সেক্রেটারী, ওপিএন মোহাম্মদ রিয়াজ খান রিয়েল ১ম জয়েন্ট সেক্রেটারি, ওপিএন ওলিভার গোমেজ ২য় জয়েন্টসেক্রেটারি এবং ওপিএন জান-ই আলম রোমেল ট্রেজারার নির্বাচিত হন।

নির্বাচিত অন্যান্য এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা হলেন :
ওপিএন রোনাল্ড গোমেজ,ওপিএন শওকত দোভাস,ওপিএন মোহাম্মদ মইনুদ্দিন,ওপিএন আফসার এ খান,ওপিএন নাদির উদ্দিন তাহের,ওপিএন পাউল প্রবাল মণ্ডল,ওপিএন কামরুল ইসলাম,ওপিএন সজল কান্তি চৌধুরী,ওপিএন প্রসেনজিত দত্ত,ওপিএন প্রিয়ম দেয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.