চন্দনাইশে ৮ দিনব্যাপী ভাষা সৈনিক আবুল কাশেম বই মেলা

0

চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশে মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে ৮দিন ব্যাপী ৫২’র ভাষা আন্দোলনের অন্যতম পুরোধা প্রিন্সিপাল আবুল কাশেম বই মেলার প্রস্তুতি সভা গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে উপজেলা সদর শাহ আমিন পার্কে এক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।

চন্দনাইশ ছাত্র সমিতি- চট্টগ্রামের উদ্যোগে ও ওমর সুলতান ফাউন্ডেশনের সহযোগিতায় ৮ দিনব্যাপী বইমেলা উপলক্ষে প্রস্তুতি সভা বই মেলা উদযাপন কমিটির মহাসচিব মো. নুরুল হক চৌধুরীর সভাপতিত্বে ও চন্দনাইশ ছাত্র সমিতির সভাপতি নোমান উল্লাহ বাহারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফাতেমা জিন্নাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, ওমর সুলতান ফাউন্ডেশনের পরিচালক নজরুল ইসলাম, উপজেলা আ’লীগ নেতা বেলাল হোসেন মিটু, জাহাঙ্গীর আলম, শিক্ষক মোহাম্মদ শাহজাহান, রূপন কান্তি, মহিউদ্দীন ইসা, মো. মহিউদ্দীন, সাবেক শিক্ষক নুরুল আলম।

প্রস্তুতি সভায় ৮ দিনব্যাপী বই মেলা উপলক্ষে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা, দূর্লভ চিত্র প্রদর্শর্নী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পরিচ্ছন্নতা অভিযান, সাইকেল যাত্রা ও কবি গানের আসর, ভাষা আন্দোলন ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ছাড়াও প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।

এছাড়া বৈঠকে প্রথমবারের মতো চন্দনাইশ উপজেলায় আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে ৮দিনব্যাপী বই মেলার উদ্যোগ গ্রহণ করায় চন্দনাইশ ছাত্র সমিতি ও ওমর সুলতান ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
………………..জেএম

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.