চট্টগ্রামে চার প্রতিষ্ঠানকে জরিমানা পরিবেশ অধিদপ্তরের

0

চট্টগ্রাম :  চট্টগ্রামে লাইসেন্স না থাকা, বর্জ্য ব্যবস্থাপনায় ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) না থাকার দায়ে চার প্রতিষ্ঠানকে ৬৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ সকল প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পরিবেশ অদিদপ্তর সূত্র জানায়, চট্টগ্রামের ভাটিয়ারিতে মেজর (অব:) মান্নানের মালিকানাধীন সানম্যান ফেব্রিক্স লিমিটেডকে ইটিপি না থাকায় ৪৮ লাখ ২০ হাজার টাকা, লাইসেন্স ও তরল বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় কর্ণফুলী ফেব্রিক্সকে ৪ লাখ ৫৪ হাজার টাকা ও কর্ণফুলী গ্যালভানাইজিং ইন্ডাস্ট্রিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রাউজানে পাহাড় কাটার অপরাধে এক প্রতিষ্ঠানকে ৯ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মকবুল হোসেন জানান, লাইসেন্স ছাড়া, বর্জ্য ব্যবস্থাপনার জন্য (ইটিপি) না থাকা ও তরল বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করার দায়ে চার প্রতিষ্ঠানকে মোট ৬৩ লাক্ষ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.