নেপাল যাচ্ছে বাংলাদেশ মেডিকেল টিম

সিটিনিউজবিডি : ভূমিকম্পে আহতদের চিকিৎসা দিতে বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে ৩০ জনের একটি মেডিকেল টিম নেপালে যাচ্ছে। দলটি আগামী দুই দিনের মধ্যে ঢাকা থেকে রওনা দেবে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার বলা হয়, স্মরণকালের ভয়াবহতম এ দুর্যোগে নেপালের জনগণের প্রতি মানবিক সাহায্যের হাত বাড়াতে অর্থোপেডিক, নিউরো সায়েন্স বিশেষজ্ঞসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে ৩০ জনের একটি তালিকা জরুরি ভিত্তিতে প্রস্তুত করার জন্য স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন।

মেডিকেল টিমের সঙ্গে প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন, প্লাস্টার ও ড্রেসিং সামগ্রী পাঠানো হবে।

নেপালে ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি তিনি আহতদের সুস্থতাও কামনা করেছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.