কুতুবদিয়া দরবার শরিফে ওরস চলছে

0

নিজস্ব প্রতিবেদক : কুতুবদিয়ায় ভাবগম্ভীর পরিবেশে কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ মাহফিল, জেয়ারতে চলছে ১৬তম বার্ষিক ওরস।সকাল থেকেই দরবারমুখী ভক্তের ঢল নেমেছে।সাম্পান, ট্রলার, স্পিড বোট যে যেভাবে পারছে দরবারে গিয়ে হাজির হচ্ছে।

কুতুব শরিফ দরবারের প্রেস সচিব এইচএম এহসান আল কুতুবি জানান, সুলতানুল আরেফিন গাউসে মুখতার হজরতুলহাজ আল্লামা শাহ আবদুল মালেক আল-কুতুবির (র.) ১৬তম বার্ষিক ওরস শুক্রবার। এ উপলক্ষে আখেরি মোনাজাতে অংশ নিতে কয়েকদিন ধরে ভক্তরা দূরদূরান্ত থেকে আসছিলেন সাগর পাড়ি দিয়ে। শুক্রবার সকালে সদরঘাট থেকে এসেছে স্পেশাল স্টিমার। যা শনিবার কুতুবদিয়া ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এখন মগনামা-দরবার ঘাট রুটেই ভক্তরা আসছেন বেশি।

এহসান আল কুতুবি জানান, ইতিমধ্যে দেড় শতাধিক গরু, মহিষ, ছাগল জবাই করা হয়েছে। আরও কয়েকশ মজুদ আছে। দরবার কর্তৃপক্ষের বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা শৃঙ্খলা রক্ষার কাজটি তদারকি করছেন।

দরবার শরিফের পরিচালক শাহজাদা শেখ ফরিদ আল-কুতুবি (মদ্দা জিল্লুহুল আলী) জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আল্লামা শাহ আবদুল মালেক আল-কুতুবির ওরসে অংশ নেওয়া ভক্তদের সুশৃঙ্খলভাবে ওরস উপলক্ষে গৃহীত কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.