তারিখ পরিবর্তন করলে নষ্ট হচ্ছে আইফোন

0

তথ্যপ্রযুক্তি : আইফোনের দিন-তারিখ পরিবর্তন করে ১৯৭০ সালের ১ জানুয়ারি করে দিলেই অ্যাপলের লোগোতে ভিন্ন রকম পরিবর্তন আসবে—ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রচার কদিন ধরেই চলছে। ভুলেও এমন অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। এমন পরিবর্তনে নষ্ট হয়ে যেতে পারে আপনার সাধের আইফোন।

এনডিটিভি জানিয়েছে, আইফোনে এত পূর্বের কোনো সংস্করণ নেই। ১৯৭৬ সালের আগে অ্যাপল প্রতিষ্ঠিত হয়নি। তাই আইফোনে ১৯৭০ সালের ১ জানুয়ারি তারিখ পরিবর্তন করে আইফোন রিস্টার্ট দিলে আর চালু হচ্ছে না। এ কথা স্বীকার করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলও। দ্রুত এ সমস্যা সমাধানের চেষ্টা করছে তারা।

বিবিসির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারে উৎসুক হয়ে অনেকেই নিজের প্রিয় আইফোনের তারিখ পরিবর্তন করে ১৯৭০ সালের ১ জানুয়ারি করেন। পরে ওই স্মার্টফোনে চালুর চেষ্টা করা হলে অ্যাপলের লোগো আসে, তবে ফোন চালু হয় না।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.