মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা

0

গোলাম সরওয়ার, সিটিনিউজবিডিঃ  ১৯৫২ সালের ওই সময়ে যারা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে সাহসে জ্যোতির্মান দামাল ছেলেরা মাথার ওপর অগ্নিগোলক নিয়ে, ধুলোধূসরিত পায়ে, ঘামে ভেজা চুলে, অনলঝরা চোখে, বাংলাদেশের সব শহরের রাস্তায় রাস্তায় মুষ্টিবদ্ধ হাতে রুখে দাঁড়িয়েছিল এক অলৌকিক প্রত্যয়ে।

মায়ের মুখের ভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার জন্য বাংলার দামাল ছেলেরা বুকের তপ্ত শোণিতে রঞ্জিত করেছিল রাজপথ। এক একটি বাংলা অক্ষর সেদিন পরিণত হয়েছিল বাঙালির এক একটি জীবনে। বীর বাঙালি শহীদ ভাইয়ের সেই আত্মবলিদান আজ ৫৬ হাজার বর্গমাইলের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে সারাবিশ্বে।

একমাত্র বাঙালিরই রয়েছে বিশ্বে মাতৃভাষার জন্য জীবন বলিদানের নজির। তাই এই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে সারাবিশ্ব রবিবার পালন করবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.