সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

0

চট্টগ্রাম : নাশকতার মামলায় নাম থাকায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের জামায়াত-সমর্থিত চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত আদেশ পেয়েছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার। এর আগে ১৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ  বলেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্তের একটি ইমেইল আমরা পেয়েছি। এখনো লিখিত কোন আদেশ হাতে আসেনি। তবে মেইল পাওয়ার পর থেকে আদেশটি কার্যকর করা হয়েছে।’

সাতকানিয়া থানা সূত্র জানায়, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় ২০১৩ সালের ১৫ জানুয়ারি দায়েরকৃত মামলার চার্জশিট আদালতে গৃহীত হয়েছে। এছাড়া নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকা ও নাশকতায় উসকানি দেওয়ার অভিযোগে সাতকানিয়া থানায় তার বিরুদ্ধে নয়টি মামলা আছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.